সকল মেনু

জনতার হাতে আটক ৪ চোরের ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

দিলীপ গৌর:সিরাজগঞ্জের এনায়েতপুরে জনতার হাতে আটক ৪ চোরকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। আটকের পর তাদের গনধোলাই দিলে পুলিশ উদ্ধার করে শাহজাদপুর সহকারী কমিশনার ভুমি সঞ্জিব কুমারের ভ্রাম্যমান আদালতে হাজির করলে প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড দেয়। এরা হলো এনায়েতপুর থানার গোপিনাথপুর গ্রামের ময়নাল হোসেনের ছেলে মদন (৩৮), আব্দুস ছামাদ বিশুর ছেলে আলামিন (২৫), জালালপুরের ময়দান আলীর ছেলে আব্দুল হালিম (২৮) এবং গোসাইবাড়ির আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম (৩০)। এনায়েতপুর থানার ওসি ওহেদুজ্জামান ও এলাকাবাসী জানায়, থানার গোপিনাথপুর, খোকশাবাড়ি সহ আশপাশের এলাকায় গত দু মাস ধরে ব্যাপরোয়া চুরি সংঘঠিত হয়ে আসছে। কিছুতেই রোধ করতে পারছেনা এলাকাবাসী। এ অবস্থায় তারা সম্পদ রক্ষায় পালাক্রমে রাত জেগে পাহাড়া বসিয়েছে। এমতাবস্থায় আড়কান্দি গ্রামের ব্যবসায়ী কামরুল হাসানের বাড়িতে মঙ্গলবার ভোর রাতে আটককৃত চোরেরা চুরির চেষ্টা কালে দু জন ধরা পড়ে। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অন্যদের ধরে এনে গনধোলাই দেয় জনতা। খবর পেয়ে এনায়েতপুর থানার এসআই রাজেশ চক্রবতী এবং এসআই আবুল কালাম ঘটনাস্থলে পৌছে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে সকলকে বুধবার রাতে শাহজাদপুর সহকারী কমিশনার ভুমি সঞ্জিব কুমারের ভ্রাম্যমান আদালতে হাজির করলে প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড দিলে জেল-হাজতে পাঠিয়ে দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top