সকল মেনু

বঙ্গবন্ধুর খুনিদের মুখপাত্র হয়েছিলেন জিয়া : শিল্পমন্ত্রী

1433848615নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৫ আগস্ট : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের মুখপাত্র হিসেবে হাজির হয়েছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ছাত্র লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধু কী কারণে খুন হয়েছিলেন? তার উত্তর মেলে খালেদা জিয়ার কেক কাটার মধ্য দিয়ে, সাম্প্রদায়িক সংগঠন জামায়াতের সঙ্গে জোট করার মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে জিয়াউর রহমান যে ধারায় রাজনীতি করেছেন, খালেদা জিয়াও ঠিক একই ধারায় রাজনীতি করছেন।’ শিল্পমন্ত্রী বলেন, ‘হাজার বছরের পরাধীন বাঙালিকে স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু। স্বাধীনতার পর দ্বিতীয় বিপ্লব অর্থনৈতিক মুক্তির জন্য তিনি যখন সংগ্রাম করে যাচ্ছিলেন, ঠিক তখনই ঘাতকেরা তাকে হত্যা করে। পৃথিবীর এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের কারণেই বাংলাদেশ পিছিয়ে পড়ে।’ ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর শাখার সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম, ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পদক এস এম জাকির হোসেন প্রমুখ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top