সকল মেনু

ভেজাল গুড় তৈরির অপরাধে ৬ জনের কারাদণ্ড

news_img_91854নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ২৫ আগস্ট : নাটোরের বাগাতিপাড়ায় ভেজাল গুড় তৈরির অপরাধে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ফরহাদ আহমেদ এ আদেশ দেন। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) কয়েকজন সদস্য বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামে অভিযান চালায়। এ সময় লালি গুড়ের সঙ্গে চিনি ও রং মিশিয়ে আখের গুড় তৈরির ভেজাল কারখানার সন্ধান পায় তারা। এ ঘটনায় ওই কারখানার মালিক ও ৫ শ্রমিককে আটক করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক মাহবুব হোসেনকে ৬ মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া, ওই কারখানার শ্রমিক অসীম, গৌর, নির্মল, বিশ্বনাথ ও প্রতুলকে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়। এদিকে, জরিমানার অর্থ না দেয়ায় কারখানার মালিক মাহবুবকে ৭ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। র‌্যাব-৫ বাগমারা ক্যাম্পের ইনচার্জ কমান্ডার এএসপি নাসির আল জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top