সকল মেনু

র‌্যাব বিলুুপ্তির প্রশ্নই আসে না : আসাদুজ্জামান খান

indexনিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৫ আগস্ট : র‌্যাব বিলুপ্তির প্রসঙ্গ উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, র‌্যাব বিলুপ্তির প্রশ্নই আসে না। আইন মেনে র‌্যাব কাজ করছে। র‌্যাবের কেউ অপরাধ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘যে উদ্দেশ্যে র‌্যাব গঠিত হয়েছিল, তারা ঠিক সেভাবেই কাজ করছে। র‌্যাবকে আইনসম্মতভাবে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে। বন্দুকযুদ্ধে হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজুর মৃত্যুর বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’ ছাত্রলীগ নেতা মো. আরজু মিয়াকে অপহরণ ও বন্দুকযুদ্ধের নামে হত্যার যে অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে উঠেছে তার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের প্রধান আসামি প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনকে যেকোনো সময় ফেরত দেবে ভারত। আমাদের সঙ্গে এ নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে। হয়তো তাদের কোনো জটিলতার জন্য দেরি হচ্ছে। তবে তাকে গ্রহণে আমরা প্রস্তুত রয়েছি।’ গত ১৬ অগাস্ট এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি মো. আরজুর বিরুদ্ধে মামলা হওয়ার পর র‌্যাব তাকে আটক করে এবং পরদিন সকালে কথিত বন্দুকযুদ্ধে এই ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর জানায়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top