সকল মেনু

বিটিআরসির নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ

1440498207নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৫ আগস্ট : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পিআরএল বাতিলের শর্তে ২৩ অক্টোবর অথবা যোগ দেয়ার তারিখ থেকে তিন বছরের চুক্তিতে ইকবাল মাহমুদকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি সুনীল কান্তি বোসের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর সুনীল কান্তি বোসকে তিন বছরের চুক্তিতে বিটিআরসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তার সেই চুক্তির মেয়াদ আগামী ২২ অক্টোবর শেষ হচ্ছে। একই সঙ্গে পৃথক আদেশে পিআরএলে থাকা ঢাকার মহানগর দায়রা জজ মো. জহরুল হককে তিন বছরের চুক্তিতে বিটিআরসির কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ (নিয়ন্ত্রণ) আইন ২০০১ এর ৯(১) ধারা অনুযায়ী তাদের নিয়োগ দেয়া হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top