সকল মেনু

মাদকসেবীদের হামলায় ৩ ছাত্রসহ আহত ৪

full_1030840873_1432723421নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৪ আগস্ট : গাজীপুর শহরের চা বাগান রোডে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে মাদকসেবীদের হামলায় ৩ ছাত্রসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। তারা এ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলো- মেডিক্যাল কলেজের ৩য় বর্ষের ছাত্র রবিউল আলম (২৩), একই বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন (২২), ১ম বর্ষের নাহীন (২০) ও কলেজ কেন্টিনের ম্যানেজার মাসুম (৩৫)। এ ঘটনায় পুলিশ সজিব (২৪)নামের এক মাদকসেবীকে গ্রেফতার করেছে। ওই মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সুবাস চন্দ্র সাহা জানান, রাত সাড়ে সাতটার দিকে মেডিক্যাল কলেজের ক্যাম্পাসের ভিতরে ৪ জন মাদকসেবী বসে গাঁজা সেবন করছিল। এ সময় কলেজের কয়েকজন ছাত্র এ থেকে বিরত থাকতে বলে। এ নিয়ে ছাত্রদের সঙ্গে মাদকসেবীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই মাদকসেবীরা ছাত্রদের উপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় মেডিক্যাল কলেজের ৩ জন ছাত্র সাজ্জাদ, নাহীন ও রবিউল আহত হন। এ সময় কলেজ কেন্টিনের ম্যানেজার মাসুম এগিয়ে এলে তার উপরও মাদকসেবীরা হামলা চালায়। এতে তিনিও আহত হন। তাদের চিৎকারে ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরা এগিয়ে আসলে মাদকসেবীরা পালিয়ে যায়। পরে সহকর্মীরা আহতদের উদ্ধার করে এ হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। জয়দেবপুর থানার এসআই মাহবুবুর রহমান হামিদ জানান, মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত মাদকসেবী সজিবকে (২৪)আটক করা হয়েছে। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার কলসকাঠি গ্রামে। জড়িত অপর হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top