সকল মেনু

রুপসা রেলসেতু নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করেছে সরকার

RupshaRail1440416799নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৪ আগস্ট : খুলনা-মংলা রেললাইনে রুপসা রেলসেতু নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করেছে সরকার। সোমবার বিকেলে রেল ভবনে এক অনুষ্ঠানে ভারতীয় প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টারবো লিমিটেড ও রেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সই হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পক্ষে মহাব্যবস্থাপক (প্রকল্প) মো. মজিবুর রহমান ও ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টারবো লিমিটেডের পক্ষে ভাইস প্রেসিডেন্ট (বিজনেস ইউনিট) পি নিরাঞ্জন চুক্তিতে সই করেন। এ সময় রেলমন্ত্রী মুজিবুল হক, রেল মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন, ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের উপদেষ্টা দ্বীবাঞ্জন রায়, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক(রোলিং স্টক) খলিলুর রহমানসহ রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৫ জুন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এটির অনুমোদন দেয়। রূপসা নদীর ওপর রেলসেতু এবং খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সেতু ও রেললাইন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৩৮ কোটি টাকা। চুক্তি সই অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ‘রেল আরামদায়ক এবং সাশ্রয়ী। ভারতীয় ঋণের আওতায় আমরা অনেক প্রকল্প হাতে নিয়েছি। তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছি। সারা দেশের জরাজীর্ণ সব রেললাইন সংস্কার করার জন্য আমরা প্রকল্প হাতে নিয়েছি। এসব পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।’ রেলমন্ত্রী বলেন, ‘যাত্রীদের সেবা দেওয়ার জন্যই আমরা আগামী জানুয়ারি থেকে ১৫০টি কোচ আমদানি করব। এ ছাড়া ৪৬টি ইঞ্জিনও আমরা এনেছি। আগামীতে আরো ১৭টি ইঞ্জিন আনার প্রক্রিয়া শুরু করেছি।এডিবির অর্থায়নে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারের রামু পর্যন্ত রেললাইন করার প্রকল্প আমরা হাতে নিয়েছি। এ ছাড়া যমুনা সেতুতে প্যারালাল আরেকটি সেতু তৈরি করা হবে।’
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top