সকল মেনু

বাড্ডায় ৪ খুন, টার্গেট ছিল গামা

Khun1440406218নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৪ আগস্ট : রাজধানীর বাড্ডায় ৪ খুনের ঘটনায় হত্যাকারীদের মূল টার্গেট ছিল ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাহিত্যবিষয়ক সহ-সম্পাদক মো. মাহবুবুর রহমান গামা। সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা বলেন ঢাকা মহানগর উত্তরের গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর এ ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে। এর আগে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে তারা ২ জনই সরকারি দলের সহযোগী সংগঠনের নেতা। তারা ২ জনসহ কিলিং মিশনে আটজনের মতো লোক অংশ নিয়েছিল। এদের মধ্যে ৩ জনের হাতে পিস্তল ছিল। ওই ৩ টি পিস্তল দিয়েই এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে। আর বাকিরা আতঙ্ক সৃষ্টির জন্য এ মিশনে অংশ নেয়।’ তিনি আরো জানান, মূলত মাহবুবুর রহমান গামাকে হত্যার জন্যই এই পরিকল্পনা করা হয়। কিন্তু একাধিক অস্ত্র দিয়ে গুলি চালানোর কারণে অন্য ২ জনও মারা যায়। ওই ২ জনকে তারা মারতে চায়নি বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। প্রসঙ্গত, গত ১৩ আগস্ট বাড্ডায় স্বেচ্ছাসেবক লীগের অফিসের সামনে বৈঠকরত লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামা, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসু মোল্লা এবং স্থানীয় ক্লিনিকের ম্যানেজার ফিরোজ আহমেদ মানিক নিহত হন। একই ঘটনায় সর্বশেষ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোববার রাত ১১টার দিকে চিকিৎসাধীন আবদুস সালামের মৃত্যু হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top