সকল মেনু

আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-কাপড় আটক

মোঃ মাহফুজ আলম মুনী, নাটোর থেকে:সরকারী শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা আড়াই কোটি টাকার মূল্যের শাড়ি কাপড় আটক করছে র‌্যাব। ভারতের বেনাপোল সীমান্ত দিয়ে ট্রাকভর্তি চোরাচালান করা বিভিন্ন ধরনের মালামাল নাটোর হয়ে ঢাকায় নেয়া হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পেরে র‌্যাব-৫ এর রাজশাহীর বাগমারা ক্যাম্পের একটি অপারেশন দল নাটোরের বনপাড়ায় আবস্থান নেয়। মঙ্গলবার ভোরে বনপাড়া মোড়ে র‌্যাব সদস্যরা ওই ট্রাকটিকে থামানোর নির্দেশ দিলে ট্রাক ড্রাইভার দ্রুত গতিতে ট্রাকটি দুরে গিয়ে থামিয়ে হেলপার সহ পালিয়ে যায়। পরে র‌্যাবের অপারেশন দল ট্রাকটি তল্লাশী করে ২৪ হাজার ৮৩ মিটার থান কাপড়, এক হাজার পিস শাড়ী এবং এক হাজার সাতশ’ ত্রিশ থ্রি পিস উদ্ধার করে। এসব ভারতীয় মালামালের দাম আনুমানিক দুই কোটি একান্ন লাখ টাকা। এব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে পলাতক ড্রাইভার ও হেলপারকে আসামী করে মামলা দেয়া হবে বলে জানানো হয়েছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top