সকল মেনু

যশোরে হাতবোমাসহ আটক ৫ নেতা কারাগারে

xenon_cms_media_muk5b2d6yy73r5wnz7mcvopt3nwwa1dks5yvxzv1নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২২ আগস্ট : যশোরের মণিরামপুরে হাত বোমাসহ আটক হওয়া ৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যশোর কোর্ট পুলিশের পরিদর্শক রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে ওই ৫ জামায়াত নেতাকে চারটি হাতবোমাসহ আটকের পর শনিবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।আসামিরা হলো- যশোর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, মণিরামপুরের হাজরাকাঠি গ্রামের জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন ও সেক্রেটারি জহুরুল ইসলাম, উপজেলার বাঙ্গালিপুর গ্রামের বাসিন্দা রোকনুজ্জামান ও শহিদুল ইসলাম শহিদ। আসামিদের মধ্যে শহিদ আলোহিত অভয়নগর মালোপাড়া সহিংসতার ঘটনায় দায়েরকরা মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্ল্যা খবির আহম্মেদ বলেন, শুক্রবার রাতে ত্রাণ দেওয়ার নামে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বসে নাশকতার পরিকল্পনা করছিল জামায়াতের নেতাকর্মীরা। এ সময় চারটি হাতবোমাসহ তাদেরকে আটক করা হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top