সকল মেনু

নীলফামারীতে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা হলো

unnamed মো. আমিরুজ্জামান, নীলফামারী  ২২ আগষ্ট: রেললাইনের ওপর একটি শিমুল গাছ উপরে পড়ায় আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস এমটি ট্রেনের ইঞ্জিন সহ একটি কোচ লাইনচ্যুত হয়েছে। শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনাটি ঘটে নীলফামারী শহরের অদুরে চেকাশাহ লেভেলক্রসিং নামক স্থানে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও দুর্ঘটনার পর থেকে চিলাহাটি-ডোমার-নীলফামারী হয়ে ঢাকা রাজশাহী,খুলনা পথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ৯টা ঘন্টা। রিলিফ ট্রেন এসে লাইচ্যুত ট্রেনের ইঞ্জিন ও একটি বগি বেলা তিনটায় উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান, নীলফামারী সহকারি রেলস্টেশন মাষ্টার ওবায়দুল ইসলাম। তবে ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। বরেন্দ্র এক্সপ্রেসের চালক জাহাঙ্গীর আলম সরকার জানান, নীলফামারী থেকে ট্রেনটি ভোর ৬টা ১০ মিনিটে যাত্রী নিয়ে রাজশাহী অভিমুখে ছেড়ে যাওয়ার কথা ছিল। তার আগে পার্ব্বর্তীপুর রেল জংশন থেকে ট্রেনটি ওয়াশ করে এমটি (খালী) ট্রেন হিসাবে  রাজশাহীর যাত্রী নিতে নীলফামারী আসছিলেন। কিন্ত নীলফামারী রেলস্টেশনের দুই কিলোমিটার  উত্তরে চেকাশাহ লেভেলক্রসিং পার হবার সময় রেললাইনের ধারে থাকা একটি শিমুলগাছ হঠাৎ রেললাইনের ওপর উপরে পড়ে। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ট্রেন চালক জানান গাছ উপড়ে পড়ায় তিনি ট্রেনটির গতি কমিয়ে থামানো চেষ্টার আগেই গাছের সাথে ইঞ্জিনের ধাক্কা লাগে। ফলে ইঞ্জিন সহ পেছনের একটি বগি লাইচ্যুত হয়। তবে ট্রেনে কোন যাত্রী না থাকায় কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। পরে রেলের  উদ্ধারকারী রিফিল ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন ও বগিটি বেলা ৩টায় উদ্ধার করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top