সকল মেনু

মিয়ানমারের প্রেসিডেন্ট হতে চান সুচি

Suu-Kyi-BG20130606022641আর্ন্তজাতিক ডেস্ক: মিয়ানমারের প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করলেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

সু চি বলেন, “আমি প্রেসিডেন্ট দৌড়ে অংশগ্রহণ করতে চাই। আমার অবস্থান এ ব্যাপারে স্পষ্ট।”

তিনি আরো বলেন, “যদি বলি যে, আমি প্রেসিডেন্ট হতে চাই না, তা হলে তা হবে কপটতা এবং জনগণের সঙ্গে মিথ্যাচার।”

মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় সু চি বহুদিন ধরে সামরিক সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে আসছেন।এজন্য তাকে গৃহবন্দীও থাকতে হয় বহু বছর।

অন্যদিকে সামরিক বাহিনীর সমর্থিত বর্তমান প্রেসিডেন্ট থেন সেইন আড়াই বছর ধরে ক্ষমতায় থাকলেও মিয়ানমারের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top