সকল মেনু

বগুড়ায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

5579নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২০ আগস্ট : বগুড়ায় শেরপুর উপজেলায় দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ১২ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌঁছলে বিপরীতমুখি সৈকত পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা সদরের অনু জোয়ার্দারের ছেলে ঠান্ডু জোয়ার্দারের (৩৮) মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতরা হলো- হিমেল (২১),কাদের (৪০),আরিফ,(২৬),শহিদুল ইসলাম(২১),আব্দুল হক(৫৮),সবুজ(৩৩), নওয়াব আলী(৩৬),তসলিম(৪০), জহুরুল ইসলাম(৪০), হাবিবর রহমান(৪০), তপন(২৪),আলম(৪০),ফরহাদ(২৪) ও রোস্তম আলী (৩৩)। আহতরা সবাই গাইবান্ধা ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানা গেছে। শেরপুর থানার উপ পরিদর্শক (এসআই) সেরাজুল ইসলাম দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top