সকল মেনু

সাংবাদিক পেটানো উপ-সচিব অপসারিত

ec1440065484নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২০ আগস্ট : সাংবাদিক পেটানোর দায়ে এনআইডির উপ-প্রকল্প পরিচালক আব্দুল বারীকে অপসারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, ‘গতকাল এনআইডি ভবনে সাংবাদিক নির্যাতনের যে ঘটনা ঘটেছে, সেটার প্রাথমিক তদন্তে উপ-প্রকল্প পরিচালক আব্দুল বারীকে আমরা অপসারণ করেছি।’ তিনি আরো বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। অপসারণের বিষয়টি কমিশন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হয়েছে। ওই কমকর্তা আজ অফিসেও আসেননি।’ বুধবার দুপুরে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সংবাদ সংগ্রহ করতে গিয়ে এনআইডি প্রকল্পের লোকজনের হাতে লাঞ্ছিত হন বেসরকারি একটি টিভি চ্যানেলের দুই সাংবাদিক। আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন ভবনে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা তৈরির প্রকল্প অফিসে এ ঘটনা ঘটে। আক্রান্ত সাংবাদিকরা হলেন- চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরাপারসন রিপু আহমেদ। এ সময় পেশাগত কাজে ব্যবহার্য ক্যামেরাটিও ভাঙচুর করা হয়। সে সময় লাঞ্ছনার শিকার মুস্তাফিজুল আলম জানান, সংবাদ সংগ্রহে গিয়ে তারা এনআইডির কিছু কর্মকর্তা ও কর্মচারির বাধার মুখে পড়েন। এক পর্যায়ে তাদের এক কর্মকর্তার কক্ষে আটকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। তাদের ক্যামেরাটিও ভাঙচুর করা হয়। ঘটনার সময় আগারগাঁওস্থ ওই ভবনে এনআইডি উইংয়ের মহাপরিচালকের কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজও উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ‘সেবা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের লাঞ্ছনাকারী কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ ইসলামিক ফাউন্ডেশন ভবনে এ নির্বাচন কমিশনারের অবস্থানকালে সাংবাদিক লাঞ্ছণার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এ নির্বাচন কমিশনার।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top