সকল মেনু

নীলফামারীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সংস্কৃতি মন্ত্রী

unnamed

মো. আমিরুজ্জামান, নীলফামারী  ১৯ আগষ্ট:  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার নীলফামারী জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক বিশাল শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ মমতাজুল হকের সভাপতিত্বে শোক সভায় জেলা আওয়ামী সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও জেলার  ছয় উপজেলা , ৪ পৌরসভা ও ৬০ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরে সংস্কৃতি মন্ত্রী নেতাকর্মীদের উদ্যেশে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরন করতে হবে। যে অনুসরনে থাকবেনা লোভ লালসা। ভালবাসতে হবে দেশ ও জাতীকে। দেশের উন্নয়নে নিবেদিত প্রাণ হতে হবে। তাই মন্ত্রী বলেন, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে অঙ্গিকার করে গেছেন সেই অঙ্গিকার পালনে সচেষ্ট হতে হবে আমাদের সকলকে। যা বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা দেশের  প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো মজবুত করতে সক্ষম হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, ডাঃ মজিবুল হাসান শাহিন, এ্যাডঃ আলিমুদ্দিন বসুনিয়া, আবুজার রহমান, মোসফিকুর রহমান রিন্টু, খোকা রাম রায়, আরিফা সুলতানা লাভলী, এ্যাডঃ অক্ষয় কুমার রায়, এ্যাডঃ রমেন্দ্র বর্ধন বাপী, সায়িদ মাহমুদ, সজল কুমার ভৌমিক,দীপক চক্রবর্তী, কামরুজ্জামান কামরুল প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top