সকল মেনু

বাল্যবিয়ের চেষ্টা, বরের জরিমানা

indexনিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৮ আগস্ট : বাল্যবিয়ে করতে গিয়ে পুলিশের হাতে আটক হন বরিশালের আগৈলঝাড়ায় পঙ্কজ হালদার (২৩) নামে এক যুবক। পরে, জরিমানা পরিশোধ করে ও বাল্যবিয়ে না করার মুচলেকা দিয়ে মুক্তি পান তিনি। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবী চন্দের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানার দণ্ড দেন। এর আগে, সোমবার রাতে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ী গ্রামে বাল্যবিয়ের আসর থেকে বর পঙ্কজ হালদারকে আটক করে পুলিশ।পঙ্কজ হালদার আমবাড়ী গ্রামের সুনীল হালদারের ছেলে। পুলিশ জানায়, সোমবার রাতে পঙ্কজের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট দুই সদস্য আত্মগোপন করেন। পুলিশ বর পঙ্কজকে বিয়ের আসর থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরে, স্থানীয় প্রভাবশালীরা তাকে ছাড়িয়ে নিতে রাতভর বিভিন্ন তদবির করে ব্যর্থ হন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে পঙ্কজকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক তাকে দুই হাজার টাকা জরিমানা করেন। এছাড়া, বাল্যবিয়ে করবেনা মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেন তিনি।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top