সকল মেনু

হাজারীবাগে মোবাইল চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যা

123_50301_0নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১৭ আগস্ট : মোবাইল চুরির অভিযোগে রাজধানীর হাজারীবাগে রাজা (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত রাজা হাজারীবাগের ৪৬ গনকটুলী এলাকার বাবুল হোসেনের ছেলে। নিহতের ফুফু রত্না বেগম জানান, সকালে তাদের পাশের বাসার হাজারীবাগ ছাত্রলীগের সভাপতি আরজুর মোবাইল হারিয়ে যায়। রাজা এ মোবাইল চুরি করেছে-এমন অভিযোগে তাকে ধরে নিয়ে যান আরজু। ‘পরে বাসায় নিয়ে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে থানা ছাত্রলীগ নেতা আরজু রাজাকে অজ্ঞান অবস্থায় বাসার সামনে ফেলে যান। পরে বিকেলে পড়ে থাকতে দেখে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে নিয়ে আসি,’ বলেন তিনি। রত্না বলেন,‘রাজার মানসিক সমস্যা ছিল। তাকে পিটিয়েই আরজু হত্যা করেছে।’ তবে বিষয়টি অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা আরজু। তিনি বলেন, ভোরে আমার বাসা থেকে একটি ল্যাপটপ ও চারটি মোবাইল চুরি হয়ে যায়। এর আগে রাত তিনটার দিকে জানালা দিয়ে রাজাকে উঁকি মারতে দেখি। পরে সকালে দেখি ল্যাপটপ-মোবাইল নাই। ‘সন্দেহবশত সকালে আমি রাজার বাসায় যাই। কিন্তু তাকে পাইনি। পরে একজন তাকে ধরে আমার কাছে নিয়ে আসে। রাজার খালাত ভাই শামীমকেও খবর দেওয়া হয়। তিনি এসে রাজাকে মারধর করেন। আমি তাকে মারধর করিনি।’ ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ জানান, নিহত রাজার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, পিটিয়ে হত্যার অভিযোগ শুনেছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top