সকল মেনু

ভারতে ম্যাগি নুডুলসের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

1439450095আন্তর্জাতিক ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১৩ আগস্ট : ভারতে ম্যাগি নুডুলসের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বোম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও ম্যাগির উপাদানে মানবদেহের জন্য ক্ষতিকর উচ্চমাত্রার সীসা আছে কি না, তা পরীক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে। ভারতের খাদ্যের মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান এফএসএসএআই-এর অধীনে এই পরীক্ষা হবে। ম্যাগি নুডলসে অতিমাত্রায় সীসা ধরা পড়ায় ভারতে ম্যাগি উৎপাদন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এফএসএসএআই। এরপর বাজার থেকে ম্যাগি তুলে নেয় নেসলে। তবে নিষেধাজ্ঞা আরোপের আগে এফএসএএসএআই দাবি করে, ম্যাগি নুডলসের ৭২টি নমুনা প্যাকেট পরীক্ষা করে দেখা গেছে, ৩২টিতে সীসা ও রাসায়নিক পদার্থ মনো সোডিয়াম গ্লুটামেট (এমএসজি) রয়েছে। কিন্তু ম্যাগির মোড়কে লেখা আছে এমএসজি নেই। সম্প্রতি এক বিবৃতি নেসলে দাবি করেছে, আড়াই হাজারের বেশি নমুনা পরীক্ষা করে দেখা গেছে নুডুলসে যে সীসা পাওয়া গেছে তা অনুমোদিত মাত্রার নিচেই রয়েছে। এদিকে ভারত সরকার বহুজাতিক কোম্পানি নেসলের কাছে ৯৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে। শুক্রবার উচ্চ কনজিউমার ফোরামে এই বিষয়ে শুনানি হবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top