সকল মেনু

হাইওয়ে পুলিশের চাঁদাবাজি

ইকবাল হোসেন, রংপুর অফিস:হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ ১৪দফা দাবিতে আজ বুধবার থেকে রংপুর বিভাগে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটি।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আকতার হোসেন বাদল জানান, রাজশাহী বিভাগীয় শ্রম দফতরের যুগ্ম শ্রম পরিচালক ও রেজিস্ট্রার, রংপুর কোতয়ালি থানার ওসির অপসারণ, সরকারি গেজেট অনুযায়ী শ্রমিকদের বেতন ও নিয়োগপত্র প্রদান, মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ ১৪ দফা দাবিতে আজ সকাল ৬ টা থেকে রংপুর বিভাগের ৮ জেলায় ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে। এরপর যদি বিভাগীয় কমিশনার ও প্রশানের উর্ধতন কর্তৃপক্ষ দাবিসমুহ মেনে না নেয় তবে পরবর্তীতে ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘট পালন করা হবে। তিনি জানান ধর্মঘটের ফলে বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top