সকল মেনু

কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

কাঞ্চন কুমার,কুষ্টিয়া:কুষ্টিয়ায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বুধবার বিশ্ব পরিবশে দিবস উদযাপিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার স্বার্থে জাতীয় সম্পদের সুষ্ঠ ব্যবহারে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করা আবশ্যক। এ প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একাত্মা হয়ে বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সমাবেশ, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকালে শহরের সিঙ্গার মোড়ে শিশু কিশোর ও সূধী সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, সুধী, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করে। র‌্যালীটি শহরের প্রধান এন এস সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘ভেবেচিন্তে খাই-অপচয় কমাই’-এর উপর বিষয় ভিত্তিক আলোচনা করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন ও এডাবের সহ-সভাপতি সালমা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিষ্ট মিজানুর রহমান। আলোচনা শেষে পরিবেশ সংরক্ষনে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top