সকল মেনু

ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য নীতিমালা দরকার: প্রধানমন্ত্রী

1432450793নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১২ আগস্ট : ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য নীতিমালা গঠনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার বলার স্বাধীনতা ও সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ জঙ্গিবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এজন্য মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। আর এতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া মাদকের বিষয়েও সচেতনতা তৈরি করতে হবে। শুধু আইনি ব্যবস্থা নিয়ে মাদকের কুফল থেকে মানুষকে দূরে রাখা সম্ভব নয়, এর সঙ্গে সচেতনতা অত্যন্ত জরুরি। সচেতনা সৃষ্টি করতে না পারলে এর সুফল পাওয়া সম্ভব হবে না। সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজ বোর্ডের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি বাস্তবায়নে কাজ চলছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top