মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার জেলার রাজনগরে প্রেমিকের মৃত্যুর খবরে বুধবার দুপুরে প্রেমিকা গলায় ফাস দিয়ে আত্বহত্যা করেছে।
স্থানীয় সুত্র জানায়, উপজেলার মেদিনীমহল গ্রামের মজনু মিয়ার ছেলে রিপু মিয়া(২৫) এর সাথে জামুরা গ্রামের মখলিছ মিয়ার মেযে রুনা বেগম(২২) এর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল । তাদের পারিবারিক আত্মীয় সম্পর্ক খারাপ থাকায় গত সোমবার পারিবারিক বৈঠকে তাদেরকে শাসন করা হয়। এরই জের ধরে মঙ্গলবার রাতে রিপু অসুস্থ হয়ে সিলেট ওসমানি হাসপাতালে মৃত্যৃবরন করে। তার মৃত্যুর সংবাদ পেয়ে রুনা আজ গাছের সাথে গলায় রশি বেধে আত্মহত্যা করে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো নাজিম উদ্দিন রুনার মৃতের খবর নিশ্চিত করে বলেন, নিহত রুনার লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।