সকল মেনু

ইবির অধীনে ৬ জুন ফাজিল পরীক্ষা শুরু

কাঞ্চন কুমার,কুষ্টিয়া : ৬ জুন  হতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশব্যাপী একযোগে ফাজিল (স্নাতক) ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা ২০১৩ শুরু হচ্ছে। এ পরীক্ষায় দেশের ২৬৬টি কেন্দ্রে ৯৬৩৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের শাখা কর্মকর্তা মো. রাশিদুজ্জামান খান টুটুল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ বছর ফাজিল (স্নাতক) ১ম বর্ষের পরীক্ষার্থী হচ্ছে ২৩৮৮২ জন ছাত্র ও ১৩৪৪৪ জন ছাত্রী মোট ৩৭৩২৬ জন, ২য় বর্ষের পরীক্ষার্থী হচ্ছে ২২৫৬৫ জন ছাত্র ও ১২৫০৩ জন ছাত্রী মোট ৩৫০৬৮ জন এবং ৩য় বর্ষের পরীক্ষার্থী হচ্ছে ১৫৯০৮ জন ছাত্র ও ৮০৮৭ জন ছাত্রী মোট ২৩৯৯৫ জন।’আগামী ৩১ জুলাই পর্যন্ত এ পরীক্ষা চলবে বলে জানান তিনি। পরীক্ষার প্রথম দিন ৬ জুন সকাল ১০টায় ঢাকা আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আফজাল হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য ২০১১ সালে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮৮৬৪ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top