সকল মেনু

বাকলিয়ায় ছিনতাইকারী গ্রেফতার

RoboulSM_264010296

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১০ আগস্ট : নগরীর বাকলিয়া থানার তুলাতলি এলাকা থেকে মো. রবিউল ইসলাম রোমিও (২০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার রাত সাড়ে আটটার দিকে তাকে গ্রেফতার করা হয়। রবিউল ঝালকাঠি উপেজলার মোহন তালুকদার বাড়ীর বারেক তালুকদারের ছেলে। সে বাকলিয়া থানার তুলাতলি এলাকার লিজা কলোনীতে ভাড়া বাসায় থাকত। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘রোববার রাত সাড়ে ১১টায় নতুন ব্রীজ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন রুপনা নামে এক মহিলা। ছিনতাইকারীরা সিএনজি অটোরিকশার পেছনের প্লাস্টিক কেটে তার গলা থেকে স্বর্ণের একটি চেইন ছিনতাই করে। এ ঘটনায় তিনি থানায় একটি মামলা দায়ের করেন।  গোপন সংবাদের ভিত্তিতে রুপনার করা ওই মামলায় রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী তার বাসায় তল্লাশি চালিয়ে দুইটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।’ ওসি মহসিন বলেন, ‘রবিউল ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।  সিএনজি অটো রিকশার পেছনের দিকে ব্লেড দিয়ে প্লাস্টিক কেটে যাত্রীর ব্যাগ, মূল্যবান জিনিস ও গলার চেইন ছিনতাই করে চক্রটি।  এসব ছিনতাইকৃত মালামাল কোথায় বিক্রি করা হয় এবং এ চক্রের সঙ্গে কারা জড়িত সে বিষয়ে পুলিশকে বিস্তারিত জানিয়েছে রবিউল।’ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top