সকল মেনু

বৃহস্পতিবার হজযাত্রীদের সাথে কুশলবিনিময় করবেন প্রধানমন্ত্রী

1431750545নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১০ আগস্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার আশকোণাস্থ হাজি ক্যাম্পে চলতি বছরের হজ্ব কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে হজযাত্রীদের সঙ্গে কুশলবিনিময় করবেন। চলতি বছরহজযাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইটটি যাত্রা করবে আগামী ১৬ আগস্ট। সকাল আটটা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট (বিজি-১০১১) সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের বিদায় জানাবেন। জানা গেছে, হজ ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার কারণে এবার ৩০ হাজার মুসল্লি হজে যেতে পারছেন না। সৌদি সরকারের দেয়া কোটা অনুযায়ী, চলতি বছর সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। তবে সরকারি-বেসরকারি এজেন্সির আশ্বাসে এর বাইরেও নিবন্ধন ছাড়া ৩০ হাজার যাত্রী অগ্রিম টাকা জমা দেয়ায় জটিলতার সৃষ্টি হয়। এসব যাত্রী এবার আর নতুন করে নিবন্ধন করে যেতে পারবেন না। তবে তাদের ২০১৬ সালে অগ্রাধিকার ভিত্তিতে হজে পাঠানোর আশ্বাস দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ যিলহজ) চলতি বছরের পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে। ১৬ আগস্ট থেকে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত হজ ফ্লাইট চলবে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top