সকল মেনু

পুলিশ চাইলেই খুনিদের ধরতে পারবে: স্বাস্থ্যমন্ত্রী

1414931572

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১০ আগস্ট : পুলিশের অতীত সাফল্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পুলিশ চাইলেই নিলয়, অভিজিতসহ সব মুক্তমনা লেখকদের খুনিদের ধরতে পারবে। একই কথা বলেছেন আওয়ামীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফও। সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় তারা একথা বলেন। আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। নাসিম বলেন, বিশ্বজিত হত্যাকাণ্ডসহ আরও অনেক হত্যাকাণ্ডের হোতাদের চিহ্নিত করে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। তাই তাদের শাস্তির আওতায় আনা গেছে। অতএব পুলিশ চাইলে ব্লগারদের খুনিদেরও ধরতে পারবে। মাহবুব-উল আলম হানিফ বলেন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের ছত্রছায়ায় এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে একাত্তরের পরাজিত শক্তিরাই। মুক্তমনা এসব লেখকদের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। স্বাচিপের সভাপতি ও সাবেক মন্ত্রী আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বদিউজ্জামান ডাবলু প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটার সমালোচনা করেন। সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. ইকবাল আর্সনাল।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top