সকল মেনু

বিস্ফোরণ মামলা,মুফতি ইজহারের শুনানি ১২ আগস্ট

1439198812

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ১০ আগস্ট : চট্টগ্রামে আটক হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলামের বিরুদ্ধে লালখানবাজার মাদরাসায় গ্রেনেড বিস্ফোরণ মামলায় জামিনসহ ৪ টি আবেদন করেছেন তার আইনজীবীরা। আদালত এসব আবেদন গ্রহণ করে আগামী ১২ আগস্ট শুনানির জন্য দিন ধার্য করেছেন। সোমবার  চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মঈদুল হক এনাম চৌধুরী এই আদেশ দেন। মুফতি ইজহারের আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার জানান, আদালতে ৪ টি আবেদন করা হয়েছে। আদালত এসব আবেদন গ্রহণ করে আগামী ১২ আগস্ট শুনানির জন্য ধার্য করেছেন। এরআগে ৮ আগস্ট  চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদেরের বিশেষ আদালত বিস্ফোরক মামলায় ডিবির হাতে গ্রেফতার মুফতি ইজহারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top