সকল মেনু

চাঁদপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

mail.google.com নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: শনিবার সকালে চাঁদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ বিষয়ক এক মতবিনিময় সভায় বক্তারা সমাজের সর্বস্তরে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সততা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, শুদ্ধাচার প্রতিষ্ঠায় ধীরে চলা নীতি কোনভাবেই কাম্য নয়। জাতির সব স্তরে যদি শুদ্ধাচার প্রতিষ্ঠা না করা যায় তাহলে স্বপ্নের সোনার বাংলা গড়া আদৌ সম্ভব হবে না। জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহার বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মুহম্মদ লুৎফুর রহমান, সাংবাদিক ইকরাম চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, রহিম বাদশা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডবোকেট জহিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আঃ রশিদ মজুমদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, শাহজাহান খান শিশির, অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম। এর আগে জেলা পর্যায়ে তথ্য অধিকার আইন বাস্তবায়ন সংক্রান্ত অনুরুপ আরেকটি সভা একই স্থানে অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top