সকল মেনু

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন

pic ---- 05.06.2013রেজাউল ইসলাম রিটু,ফরিদপুর: বুধবার বিভিন্ন কর্মসূচির মদ্যে দিয়ে ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি, আলোচনা সভা বিভিন্ন কমসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্ততাকালে ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ বলেন, আমরা যদি এখনই সচেতন না হই তাহলে আমাদের আগামী প্রজন্মের জন্য পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। পরিবেশ রক্ষার জন্য সরকার ভাল ভাল কাজ করছে। পলিথিন বন্ধ করা হয়েছে। ইট ভাটাতে আধুনিক মেশিন বসানো হচ্ছে। পৌর সভার বর্জ্যকে সারে রূপান্তরের করার ব্যবস্থা করা হচ্ছে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজীতিবিদ এস এম নুরুন্নবী,কে এম সেলিম। জেলা প্রশাসন, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।

 

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top