সকল মেনু

ক্লার্কদের বিপর্যয়ে বিস্মিত প্রাক্তনরা

Clark1438933980 ক্রীড়া ডেস্ক : টেস্টে ৬০ রানে অলআউট। তাও আবার অস্ট্রেলিয়ার মতো দল। যদিও এর চেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডও আছে অস্ট্রেলিয়ার। তবে গত ৭৯ বছরে এটা তাদের মাত্র দ্বিতীয়বার ৬০ বা এর কম রানে অলআউট হওয়ার ঘটনা।

চলতি অ্যাশেজ সিরিজে ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম ইনিংসে মাইকেল ক্লার্কদের অমন ব্যাটিং বিপর্যয়ে বিস্মিত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া ক্রিকেটের এমন বাজে দিন আগে কখনো দেখেননি বলে মন্তব্য করেছেন গ্লেন ম্যাকগ্রা। প্রাক্তন এই অসি পেসার টুইটারে লিখেছেন ‘আমার দেখা অস্ট্রেলিয়া ক্রিকেটের সবচেয়ে খারাপ দিন এটা।’

ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন স্পিনার শেন ওয়ার্ন। তিনি মনে করছেন, অস্ট্রেলিয়ার প্রধান সমস্যা টেকনিকে। স্কাই স্পোর্টসকে ওয়ার্ন বলেন, ‘টেস্ট ক্রিকেট টেকনিকের খেলা। কৃতিত্ব দিতে হয় ব্রডকে। সে দেখিয়েছে, অস্ট্রেলিয়ার অনেকেরই টেকনিক বলে কিছু ছিল না। তবে আমি মনে করি, অস্ট্রেলিয়া আরো রক্ষণাত্মক হবে এবং ভালো টেকনিক দেখাবে।’

অস্ট্রেলিয়া এত বাজে ব্যাটিং করেছে যে, ক্রিকেট নিয়ে মন্তব্যই করেননি অ্যাডাম গিলক্রিস্ট ও ডেমিয়েন মার্টিন। বরং মজা করেছেন তারা। যেমন গিলক্রিস্টের টুইট, ‘আমার স্ত্রীর সঙ্গে রাতের খাওয়া শেষ করে এবং থিয়েটার দেখে মাত্র ফিরলাম। খেলা কি এখনো শুরু হয়েছে?’ মার্টিন টুইটারে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার কথা আমি জানি না, তবে এসবিএসের “কিচেন নোটবুকের” আজ রাতের এপিসোডটি বেশ উপভোগ করলাম।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top