সকল মেনু

বন্যাদুর্গতদের জন্য ইউরোপীয় কমিশনের সহায়তা ঘোষণা

1438876526

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৬ আগস্ট : বাংলাদেশ ও মিয়ানমারের বন্যাদুর্গত ও ভূমিধসের শিকার মানুষদের সহায়তা জরুরি সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান কমিশন। এ জন্য বাংলাদেশকে ৫ লাখ ইউরো ও মিয়ানমারকে ১০ ইউরো সহায়তা দেয়া হবে। বৃহস্পতিবার ইইউ কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইইউ কমিশনের মানবিক সহায়তা ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিস্টস স্টাইলিয়ানিডেস বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে ইইউ। এখন প্রধান অগ্রাধিকার হলো এসব দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুনরায় তাদের জীবন-জীবিকার জন্য সহায়তা করা। আমাদের এই মানবিক তহবিলের উদ্দেশ্য তাদেরকে জরুরিভাবে খাদ্য, আশ্রয়, পানি ও পয়ঃনিষ্কাসনের ব্যবস্থা করা। বর্তমান অবস্থায় প্রথমবারের মতো এ সহায়তা দেয়া হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় আরো বরাদ্দ দেয়া হতে পারে বলে জানানো হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top