সকল মেনু

গ্রেনেড হামলায় জড়িতদের বিচারে ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া চলছে: মোজাম্মেল হক

Mozammel_sjm_784411063

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৬ আগস্ট : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করে শাস্তির পাশাপাশি যারা প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা করতে চেয়েছিল তাদেরকেও বাংলাদেশের আইনের আওতায় এনে বিচার করতে হবে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘২১ আগস্ট বাংলাদেশ’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোজাম্মেল হক বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট হাওয়া ভবনে বসে নীল নকশার মাধ্যমে জাতির পিতার কন্যা জননেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যা করতে চেয়েছিল তাদের বিচার করার জন্য বিশেষ ট্রাইবুনাল করতে আইন মন্ত্রণালয় শিগগিরই কাজ শুরু করবে। তিনি আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানকে হত্যার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করে বলেন, ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের মাথায় গ্রেনেডের স্পিন্টার বিদ্ধ হয়েছিল বলে তার অকাল মৃত্যু হয়েছে। এখনো ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহত বহু নেতা-কর্মী মত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। হাওয়া ভবনে বসে যারা সেই সময়ে ষড়যন্ত্র করেছিল তারা এখনো দেশে বিদেশে বসে বাংলাদেশ এবং জাতির পিতার পরিবার পরিজনদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। ষড়যন্ত্রকারীরা আমেরিকায় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা করতে চেয়েছিল । হাতে-নাতে তা ধরা পড়েছে বলে আমেরিকা তাদেরকে শাস্তি দিয়েছে। আমেরিকা যে শাস্তিই দিয়ে থাক- বাংলাদেশে এনে তাদেরকে আইনের আওতায় শাস্তি দিতে হবে বলে তিনি মন্তব্য করেন । মন্ত্রী বলেন, ১৫ আগস্ট জাতির একটি কলঙ্কময় দিন। এদিন জাতির পিতাকে সপরিবারে হত্যার পর তারা ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। সব হত্যাকান্ডেরই বিচার হচ্ছে ও হবে। যারা ৫ জানুয়ারির নির্বাচনের পর ২০০ মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদেরকেও বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল আলম নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা এম এ করিম, শাহে আলম মুরাদ, বলরাম পোদ্দার, আসাদুজ্জামান দুর্জয়, অরুণ সরকার রানা হেদায়েতুল ইসলাম, আবুল হোসেন ও নিলুফার রহমান প্রমুখ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top