সকল মেনু

চাঁদপুরে ডেফোডিল ইন্টারন্যাশনাল কলেজের যাত্রা শুরু

mail.google.comনিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর : ডেফোডিল ইন্টারন্যাশনাল কলেজের চাঁদপুর ক্যাম্পাসের যাত্রা শুরু উপলক্ষ্যে বুধবার সকালে চাঁদপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ডেফোডিল গ্রুপের কর্মকর্তারা জানান, গত ৩০ জুলাই তারা কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কলেজের অনুমোদন লাভ করেছেন। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিনি শাখাতেই অনুমোদন দেয়া হয়। ৩১ আগষ্ট পর্যন্ত এই কলেজে একাদশ ¤্রণেীতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। অস্থায়ী ভিত্তিতে শহরের স্টেডিয়াম রোড এলাকায় অবস্থিত ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে কলেজ ক্যাম্পাসের কার্যক্রম পরিচালিত হবে। তবে কলেজের জন্য স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ চলছে শহরের বাবুরহাটে। তারা জানান, বাবুরহাট এলাকায় ডেফোডিল এডুকেশন ভিলেজ স্থাপনের কাজ চলছে। সেখানে বিশ্ববিদ্যালয়ও খোলা হবে। তারা আরো জানান, তাদের কলেজে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে পড়াশোনার সুযোগ থাকছে। তাছাড়া কলেজে সবশেষ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। ২৬ জন সার্বক্ষণিক শিক্ষক ইতিমধ্যেই নিয়োগ দেয়া হয়েছে শিক্ষাক্রম পরিচালনার জন্য। চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বি এম হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নূর খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ইকবাল হোসেন, ডেফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, ডেফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ঢাকা ক্যাম্পাসের অধ্যক্ষ মোঃ জামশেদুর রহমান রুবেল, এডমিশন এসি মামুন রফিক এবং উর্ধ্বতন সহকারি পরিচালক আনোয়ার হাবিব কাজল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top