সকল মেনু

খালেদার কথায় কিছু আসে- যায় না : সাহারা খাতুন

index

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৪ আগস্ট : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘আপনি মানুন আর না মানুন আগামী নির্বাচন সংবিধান অনুসারেই হবে। আপনার কথায় মানুষের কিছু আসে-যায় না|’ বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার সেমিনার হলে তাঁতী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘এখন কিন্তু বাংলার মানুষ আপনাকে চায় না। কারণ, যে মানুষ আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারতে পারে, মানুষের ওপর বোমা মারতে পারে, তাকে আর দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না।’ সম্প্রতি নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সাহারা খাতুন বলেন, ‘বেশ কয়েক দিন ধরে দেখছি, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা করছেন না। তিনি এখন বলছেন, একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান। তিনি কখন যে কী বলেন। আমার মনে হয়, তার মাথাটাই খারাপ হয়ে গেছে।’ খালেদা জিয়াকে ১৫ আগস্ট জম্মদিনের কেক কেটে আনন্দ-উল্লাস না করারও আহ্বান জানান সাহারা খাতুন। আয়োজক সংগঠনের আহ্বায়ক এনাজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, তাঁতী লীগের যুগ্ম-আহ্বায়ক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, সাধনা দাশগুপ্ত প্রমুখ।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top