সকল মেনু

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নরসিংদীতে র‌্যালী আলোচনা সভা

নরসিংদী প্রতিনিধি:“ভেবে চিন্তে খাই অপচয় কমাই” এ প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষ্যে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ওবায়দুল আজম। র‌্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা: সুরাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী, পরিবেশ অধিদপ্তর নরসিংদীর সিনিয়র কেমিস্ট মোহাম্মদ আতাউর রহমান প্রমুখ। পরে জেলার সুবিধা বঞ্চিত শিশুদের সংগঠন বাধনহারা’র পরিবেশনায় অনুষ্ঠিত হয় পরিবেশ বিষয়ক বিভিন্নন সাংস্কৃতিক পরিবেশনা। শেষে শিশু কিশোরদের মধ্যে পরিবেশ বিষয়ক চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top