সকল মেনু

মহাসড়কে অটোরিকশা বন্ধে অভিযান শুরু রোববার

cng-735x400

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩১ জুলাই: মহাসড়কে অটোরিকশা, ভ্যান, সাইকেলের মতো কম গতির যান চলাচল বন্ধ করতে রোববার থেকে অভিযান শুরু হচ্ছে। গত ঈদের সময় সারা দেশে সড়ক দুর্ঘটনায় ব্যাপক প্রাণ হানির পর বিষয়টি সামনে আসে। সারা দেশে এ অভিযানে বিআরটিএ’কে সহযোগিতা করবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। বিআরটিএর পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর কথা জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধে বিআরটিএর ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। গত ২২ জুলাই সচিবালয়ে  ঈদ যাত্রায় সড়কের পরিস্থিতি নিয়ে ‘মনিটরিং টিমের’ সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, জাতীয় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলতে পারবে না, এ মর্মে সিদ্ধান্ত  নেয়া হয়েছে। ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথাও জানান তিনি। একের পর এক দুর্ঘটনার কারণে গত বছর হাইকোর্ট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত ৩ চাকার বাহন নসিমন, করিমন, ভটভটি না চালানোর নির্দেশ দেয়। পরে সরকারও মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশাসহ শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন চলাচল বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এর ফলে মহাসড়কে এ ধরনের যান চলাচল কিছুটা কমে যায়। কিন্তু গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে অটোরিকশা দুর্ঘটনা বেড়ে গেলে বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
হটনিউজ২৪বিডি/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top