সকল মেনু

কেউ ভাবতে পারেনি দেশ এত দ্রুত এগিয়ে যাবে : জয়

joy-2011_63809

নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩১ জুলাই:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, পঁচাত্তরের পর বাংলাদেশের উন্নয়নের গতি এতো স্লো ছিল যে, কেউ ভাবতেও পারেনি এত দ্রুত গতিতে এগিয়ে যাবে। শুক্রবার বিকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে ‘লেটস টক’ নামক একটি অংশগ্রহণমূলক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, ওয়াদা ছিল ২০২১ সালের মধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশে পৌঁছাব। এর ছয় বছর আগে সেখানে পৌঁছে গেছি। এজন্য গর্বিত। লক্ষ্যের ছয় বছর আগে নিম্ন-মধ্যম আয়ের দেশের কাতারে উন্নীত হয়ে বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে, এ দেশের মানুষ নিজেরাই নিজেদের এগিয়ে নিতে পারে। এ অর্জনের কৃতিত্ব আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকেই দেন তিনি। জয় বলেন, এসব কিছুর পরিকল্পনা ছিল একজনের। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেলে বসেই তিনি সব কিছু প্ল্যান করেছিলেন। সব উনার পরিকল্পনা ছিল। সুযোগ পেয়ে ক্ষমতায় গিয়ে তিনি তা বাস্তবায়ন করেছেন। আর তিনি হচ্ছেন- শেখ হাসিনা। বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া বিষয়য়ে ‘লেটস টক ইউথ সজীব ওয়াজেদ জয় অন বাংলাদেশ এচিভিং মিডল ইনকাম স্ট্যাটাস’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
হটনিউজ২৪বিডি/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top