সকল মেনু

বেনাপোলে ৭১০টি বিরল প্রজাতের ভারতীয় কচ্ছোপ আটক

mail.google.comযশোর প্রতিনিধি:  ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আজ সকালে বেনাপোলর বোয়ালিয়া বাজার থেকে বিরল প্রজাতের ৭১০টি ভারতীয় কচ্ছোপ আটক করেছে। তবে এসময় পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি । বুধবার(২৯ জুলাই) ভারত হতে পাচার হয়ে আসার পথে কচ্ছোপের এই চালানটি আটক হয়। বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জালাল উদ্দিন  জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে ভারত হতে সীমান্ত পথে কচ্ছোপের একটি বড় চালান এপারে প্রবেশ করবে। এসময় বিজিবি সদস্যরা সকাল ১০ টায় ওই সীমান্তে উৎপেতে থাকে। এক পর্যায়ে পাচারকারীদের ধাওয়া করলে তারা তাদের সাথে থাকা ১০ টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তার মধ্য থেকে ৭১০ টি ভারতীয় বিরল প্রজাতের কচ্ছোপ আটক করে। আটককৃত কচ্ছোপগুলো পরবর্তীতে যশোর বনবিভাগে হস্তান্তর করা হবে জানায় বিজিবি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top