সকল মেনু

কক্সবাজারে পাহাড় ধসে মা-মেয়ে নিহত, নিখোঁজ ৫

Cox_bazar1437956115

নিজস্ব প্রতিবেদক-কক্সবাজার, হটনিউজ২৪বিডি.কম ২৭ জুলাই : কক্সবাজারে পাহাড় ধসে মাটি চাপা পড়ে মা ও শিশু নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে ৫ জন। এ ঘটনায় ৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সোমবার রাত ২ টার দিকে শহরের কবরস্থান পাড়ার রাডার এলাকায় পাহাড় ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত মা-মেয়ে হলো- কায়রুল আমিনের স্ত্রী জুনু বেগম (২৮) ও শিশু কন্যা নীহা মনি (৭)। পাহাড় ধস থেকে বেঁচে আসতে পারা শাহ আলম বলেন, রাত ২ টার দিকে হঠাৎ করে বিকট শব্দে পাহাড় ধসে পড়ে। কোনো রকমে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে বের হয়ে আসেন। কিন্তু এখনো পরিবারের ৩ জনের খোঁজ পাচ্ছেন না। পাহাড় ধসে চারটি ঘর মাটি চাপা পড়ে। তার মধ্যে শাহ আলম ও কায়রুল আমিনের ২ টি ঘর এবং ২ টি ভাড়ার ঘর রয়েছে। ভাড়া ঘরের ২ জনকে পাওয়া যাচ্ছে না। পাহাড় ধসের খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ছুটে আসেন এবং উদ্ধার কাজ শুরু করে। এরপরই উদ্ধার কাজে যোগ দেয় সেনা বাহিনীর একটি দল। সেনা বাহিনী, ফায়ার সার্ভিসের উদ্ধার দল ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে নুরুন নবী (২০) কে জীবিত উদ্ধার করে। কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মজিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে ৪ টি ঘর মাটি চাপা পড়েছে। এ পর্যন্ত ১ জনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিস ছাড়াও উদ্ধারে যোগ দিয়েছে পেকুয়া ও চকরিয়া সার্ভিসের কর্মীরা। কক্সবাজারের ১৬ ইসিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুর রহমান খান জানান, বৃষ্টির মধ্যেও উদ্ধার কাজ চালিয়ে যেতে হচ্ছে। এ পর্যন্ত একটি শিশু ও মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রবল বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক বার্তা প্রচার করেছে জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ। জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের এ বিবণরীতে বলা হয়েছে- কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রামে যেকোনো সময় অতিরিক্ত বর্ষণের কারণে ভূমিধস হতে পারে। এ খবর পেয়ে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজারের জেলা প্রশাসনের পক্ষে থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়ার তৎপরতা চলে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব বাড়িতে বাড়িতে গিয়ে তাদের নিরাপদে সরে যেতে বলা হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top