সকল মেনু

প্রথম সেশনে পণ্ড, দ্বিতীয় সেশন নিয়েও শঙ্কা

Bangladesh-v-South-Africa-21437714277ক্রীড়া প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম : বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা পণ্ড হয়ে গেছে। এমনকি দ্বিতীয় সেশনের খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

আজ ভোর থেকেই চট্টগ্রামের আকাশ কাঁদছে। সকাল ৯টা থেকে বৃষ্টির মাত্রা আরো বেড়ে যায়। ফলে নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু করা সম্ভব হয়নি। এখনো বৃষ্টি হচ্ছে। পিচ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুপুর সাড়ে ১২টা নাগাদ দক্ষিণ আফ্রিকা দল হোটেল থেকেই বের হয়নি। তবে দুপুর ১২টা ৫৫ মিনিটে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় মাঠে এসেছেন। এমন অবস্থায় খেলা কখন শুরু হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

বৃষ্টির বাগড়ায় গতকাল তৃতীয় দিনের শেষ সেশনে ১২.১ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনেও ২৫ ওভার বাকি থাকতেই খেলা সমাপ্ত ঘোষণা করেছিলেন আম্পায়াররা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। দুই ওপেনার স্টিয়ান ফন জিল ৩৩ ও ডিন এলগার ২৮ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের থেকে এখনো ১৭ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা।

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের জবাবে ৩২৬ রান করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস ৮৩.৪ ওভারে ২৪৮ (বাভুমা ৫৪, ডু প্লেসিস ৪৮, এলগার ৪৭; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩, মাহমুদউল্লাহ ১/৯)

বাংলাদেশ: প্রথম ইনিংস ১১৬.১ ওভারে ৩২৬ (মাহমুদউল্লাহ ৬৭, তামিম ৫৭, লিটন ৫০, সাকিব ৪৭; স্টেইন ৩/৭৮,  হার্মার ৩/১০৫,  ফিল্যান্ডার ২/৪০)

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top