সকল মেনু

‘বঙ্গবন্ধুকে সার্বজনীন করতে গণমাধ্যমের সহযোগিতা দরকার’- সৈয়দ আশরাফুল ইসলাম

indexনিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম  :  জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সার্বজনীন করতে গণমাধ্যমের সহযোগিতা দরকার।’ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে আয়েজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফুল ইসলাম আরো বলেন, ‘কোনো গণমাধ্যমকে আমরা শত্রু মনে করি না। সবাই আমাদের বন্ধু। জাতির জনককে সার্বজনীন করতে গণমাধ্যমের সহযোগিতার কোনো বিকল্প নেই।’

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বৈশাখী টিভির প্রধান সম্পাদক ও সিইও মনজুরুল আহসান বুলবুল, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top