সকল মেনু

কোটালীপাড়ার শিশু পার্কে উপচে পড়া ভীড়

mail.google.comকোটালীপাড়া থেকে গৌরাঙ্গ লাল দাস: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) শিশু পার্কে ঈদের দিন ছিল শিশুদের উপচে পড়া ভীড়। এই উপজেলায় কোন শিশু পার্ক বা শিশুদের বিনোদন কেন্দ্র না থাকার কারনে বাপার্ডের ছোট শিশু পার্কটি বিনোদনের জায়গা হিসেবে বেছে নেয় ছোট ছোট কোমলমতি শিশুরা। বৃষ্টিকে উপেক্ষা করে সকাল থেকে হাজার হাজার শিশুর মিলন মেলায় মুখরিত হয়ে উঠে বাপার্ডের এই পার্কটি। সরেজমিনে ,একটু আনন্দ পেতে শত শত শিশুদের লাইন ধরে দোলনার কাছে দাড়িয়ে থাকতে দেখা যায়। অনেকে আবার অনেক সময় লাইনে দাড়িয়ে থেকে দোলানায় না চড়তে পেরে মন খারাপ করে চলে যায়। পার্কে আগত তারাশী গ্রামের শিশু তিনা বলেন, আমাদের বিনোদনের কোন জায়গা না থাকার কারনে প্রতি বছর ঈদের দিন এখানে ঘুরতে আসি। কিন্তু এখানেও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। বাপার্ডের উপ-পরিচালক  মাহামুদুন্নবী বলেন, ঈদের দিন যেসব শিশুরা আমাদের পার্কে বিনোদনের জন্য এসে থাকে তাদের আমরা বাপার্ডের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে থাকি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top