সকল মেনু

সিরাজগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১৫ জন নিহত

timthumb.phpসিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক যাত্রী। ঘুম ঘুম চোখে  বেপরোয়া ভাবে গাড়ী চালানোর কারনে এই দুর্ঘটনা বলে দাবী পুলিশের আর যাত্রীদের অভিযোগ অতিরিক্ত যাত্রী বহন করে দ্রুত গতীতে গাড়ী চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ীতে সিলেট থেকে দিনাজপুর গামী সাব্বির পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ঠাকুরগাও থেকে ঢাকা গামী আজাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমূখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১৪ জন যাত্রী নিহত হয়। আহত হয় প্রায় অর্ধশতাধিক যাত্রী। খবর পেয়ে সেতু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনা স্থলে পৌছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল সহ কয়েকটি বেসরকারী হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে আশংকাজনক অবস্থায় ৫ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে জেলা প্রশাসক নিহতদের পরিবার প্রতি ১০ হাজার এবং আহতদেও পরিবার প্রতি ৫ হাজার টাকা করে সরকারি সহযোগীতার ঘোষনা দেন। এবং দুর্ঘটনার কারন অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান কে আহবায়ক করে ৪ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারন অনুসন্ধান করে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবার কথা বলা হয়েছে। বেগতিক ভাবে ঘুম ঘুমচোখে গাড়ী চালনার জন্য এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। আহতদের মধ্যে যাদের অবস্থা আশংকা জনক বলে মনে করবে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য অনত্র প্রেরন করা হবে বলে জানালেন সিভিল সার্জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top