সকল মেনু

সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা প্রেসক্লাবের সামনেই ঈদ করলেন

gERMENTS1437228089নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতেই ঈদের দিন পার করলেন সোয়ান গার্মেন্টেসের শ্রমিকরা। তিন মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ব্যানারে গত ৭ দিন ধরে সেখানে অবস্থান করছেন তারা।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক জলি তালুকদার রাইজিংবিডিকে জানান, শনিবার সকাল ১১টার দিকে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ নেতা কমরেড খালেকুজ্জামান শ্রমিকদের প্রতি সংহতি জানাতে এসেছিলেন।

দুপুরে সংগঠনের পক্ষ থেকে আন্দোলনরত শ্রমিকদের  খিচুড়ি খাওয়ানো হয়েছে বলে জানান এ শ্রমিক নেত্রী।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় দুই শতাধিক শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করে শ্লোগান দিচ্ছেন। শ্রমিকদের শ্লোগানের ভাষা, ‘তিন মাস বেতন দেয় না, প্রধানমন্ত্রী খবর নেয় না’, ‘পেটে জ্বলছে ক্ষুধার আগুন, সেই আগুন ছড়িয়ে দাও’, ‘ধানাই পানাই বুঝি না, বেতন ছাড়া যাব না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top