সকল মেনু

সিরাজগঞ্জে শিশু হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

Khun3_2সিরাজগঞ্জ: শিশু হত্যা ও লাশ গুম চেষ্টার মামলার রায়ে আলম হোসেন নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আদালত-১। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আলমকে ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস কারাদন্ড দেওয়া হয়েছে। একই মামলায় অপর একটি ধারায় (২০১) আসামিকে আরো ২ বছরের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক উম্মে কুলসুম এ রায় দেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আলম হোসেন জেলার তাড়াশ উপজেলার কাটাগাড়ি গ্রামের আজগর আলীর ছেলে। যাবজ্জীবনদন্ডপ্রাপ্ত আসামি আলম বর্তমানে পলাতক রয়েছে।মামলা সূত্রে জানা যায়, ২০০০ সালের ২৫ মে রাতে তাড়াশ উপজেলার রমজান আলীর শিশু পুত্র সাগর (৭) নিজবাড়িতে প্রতিদিনের মত বাবা-মায়ের সাথে ঘুমিয়ে ছিল। মাঝরাতে তার বা-মা দেখতে পায় ঘড়ের দরজা ভাঙ্গা এবং কামাল ঘড়ে নেই।রদিন পাবনা জেলার চাটমোহর উপজেলার গুমানি নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। সাগরের বাবা থানায় গিয়ে ছেলের লাশ সনাক্ত করে।এরপরদিন এ ঘটনায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে তাড়াশ থানায় একটি হত্যা ও লাশগুম চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে নিহতের বাবা রমজান আলী।মামলার তদন্তকারি কর্মকর্তা এই মামলায় সন্দেহভাজন হিসেবে একই গ্রামের আলম, মিন্টু, মাসুদ ও জাহিদকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারি কর্মকর্তা আলমকে মূল আসামি করে বাকিদের অব্যহতি দিয়ে চার্জশিট প্রদান করে।দীর্ঘ শূনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top