সকল মেনু

বাংলাদেশ-দ. আফ্রিকা চট্টগ্রাম পৌঁছেছে

Bangladesh1436800352 ক্রীড়া প্রতিবেদক : সফররত দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে ও একটি টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

তৃতীয় ও শেষ ওয়ানডে এবং প্রথম টেস্টে অংশ নিতে সোমবার বিকেলে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল।

দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

ইতোমধ্যে ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে নগরীর শাহ আমানত বিমানবন্দরে দুই দলকে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্থানীয় কর্মকর্তাগণ। বিকাল ৪টার একটু পরে ইউএস বাংলার ফ্লাইটে চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করেন সাকিব-তামিমরা। একই ফ্লাইটযোগে দক্ষিণ আফ্রিকা দলও চট্টগ্রামে আসে।  সেখান থেকে কড়া নিরাপত্তায় তাদের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে নিয়ে আসা হয়।

১৫ জুলাই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ওডিআই’র সিরিজ নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। ২১ জুলাই শুরু হবে প্রথম টেস্ট। ২৬ জুলাই ঢাকায় ফিরবে উভয় দল।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে। প্রথম ওয়ানডে দক্ষিণ আফ্রিকা জিতে নেয়। আর দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top