সকল মেনু

আজ লড়াইয়ে ফেরার ম্যাচ

1436641854

ক্রীড়া ডেস্ক, হটনিউজ২৪বিডি.কম ১২ জুলাই :  হঠাৎ করেই যেন সুরটা কেটে গেছে; ছন্দটা আর মিলছে না। যে বাংলাদেশ দল কয়েকটা দিন আগেও আগ্রাসী, আত্মবিশ্বাসী এক নতুন ক্রিকেট দিয়ে সারা পৃথিবীকে চমকে দিয়েছিলো, তারাই কেন যেন নিজেদের সেই রূপটা খুঁজে পাচ্ছে না। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেও বলছিলেন, জয়-পরাজয় নয়, তিনি একটু চিন্তিত দলের সেই আত্মবিশ্বাসী চেহারাটা খুঁজে না পাওয়ায়। আত্মবিশ্বাসী ও আগ্রাসী সেই চেহারার সন্ধানে আজ আবার মাঠে নামবে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৮ উইকেটে হেরে ইতিমধ্যে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। আজ সিরিজে সমতা ফেরাতে বেলা ৩ টা থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। দলের দায়িত্ব নেয়ার পর থেকে একটানা জয়ের মধ্যে থাকা মাশরাফি বিন মুর্তজাকে এই প্রথম অধিনায়ক হিসেবে সামলাতে হচ্ছে খারাপ এক পরিস্থিতি। তার চ্যালেঞ্জ এখন হারতে থাকা দলটাকে আবার জয়ের সেই সে অবস্থাতে ফিরিয়ে আনা। এই চ্যালেঞ্জটা দারুণভাবে নিতে রাজী মাশরাফি। তিনি মনে করেন, তার দলের সামর্থ্য আছে এখান থেকে ঘুরে দাঁড়ানোর, ‘অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ। দেশকে নেতৃত্ব দেয়া এমনিতেই সবসময় চ্যালেঞ্জিং। আরো বেশি চ্যালেঞ্জ যখন দল হারের ভেতর ঢুকে যায়। ব্যক্তিগতভাবে আমি এর চেয়েও অনেক বড়, অনেক কঠিন চ্যালেঞ্জ জিতেছি। এসবে আমি ভয় পাই না। চ্যালেঞ্জ মানেই হলো উত্তেজনা। চ্যালেঞ্জ জয় করে ঘুরে দাঁড়ানোর মজাই অন্যরকম। আমরা অবশ্যই চ্যালেঞ্জ জিতব। আজ দিন ভালো যাচ্ছে না, কালই হয়ত ভালো যাবে।’ এই ভালো করার লক্ষ্যে আজ একাদশে কিছু পরিবর্তন আসবে বলে অনুমান করা যাচ্ছে। ব্যাটসম্যান একজন কমিয়ে আরফাত সানি অথবা রুবেল হোসেনকে ঢোকানো হতে পারে একাদশে। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন লিটন দাস। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইটগুলো জানাচ্ছে, আজও বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু গতকাল পর্যন্ত ঝকঝকে রোদ থাকায় বৃষ্টিতে খেলা একেবারেই ভেসে যাওয়ার সম্ভাবনা কম। বৃষ্টি হলেও উইকেটের চরিত্র খুব একটা বদলানোর কথা নয়। গত ম্যাচে প্রায় দু’দিন পর কাভার তুললেও উইকেট একেবারেই ফ্লাট ও ব্যাটিং সহায়ক ছিলো। এ ম্যাচেই ব্যাটসম্যানদের স্বর্গ থাকার কথা। এখন বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেটকে কাজে লাগাতে পারেন কি না, সেটা দেখার বিষয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top