সকল মেনু

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তৈরী হচ্ছে স্থাপনা

mail.google.com স্টাফ রিপোর্টার: ঘাসিপাড়া বটতলা মোড়ে প্রাণনাথপুর মৌজা, জেল.এল.নং-৬৩, দাগ নং-১৯৯ এ ৩ শতক ও জমি ও বাড়ির উপর ২০-০৮-২০০৬ সালে আদালতের নিষেধাজ্ঞা জারী থাকা সত্ত্বেও জমি বদল হয়েছে এবং আদালতের নির্দেশ উপেক্ষা করে বাড়ি নির্মাণ করছেন এসআই রফিক। আদালতে ২০-০৮-২০০৬ তারিখে উল্লেখ রয়েছে যে, কোন পক্ষ উক্ত নালিশী সম্পত্তি ক্রয়-বিক্রয়, বায়নানামা বা কোন রূপ হস্তান্তর করতে পারবে না। উক্ত বাড়ি ও সংলগ্ন বাড়ির সংলগ্ন জায়গায় নিয়ে শাহনাওয়াজ রাজু এর সাথে একাধিক দেওয়ানী মামলা রয়েছে সমশের আলীর। মামলা নং-৪৮/০৬ অন্য, ডিভি ঃ ৮০০/১৪. ১১২/১২ অন্য, ২১৯/২ অন্যসহ বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে। আদালতের নিষেধাজ্ঞার ব্যাপারে পৌর মেয়রকে ২৮-০৬-২০১৫ তারিখে অবহিত করলেও কোন ফল হয়নি। সমশের আলী তার অভিযোগে বলেন, শাহানেওয়াজ রাজুর বিরুদ্ধে জিআর-৭৮৪/১৩, সিআর ৪০৯/১২,জিআর-৫১৩/১৪, এনজিআর ১৭/১৪ এবং এনজিআর ৩৪/১৫ মামলায় ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তাকে পুলিশ অজ্ঞাত কারণে গ্রেফতার করছে না। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সমশের আলী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top