সকল মেনু

ডিসিসি নির্বাচন রমজানের আগে নয়: সিইসি

CEC20120604171930ঢাকা: রমজানের আগে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ।মঙ্গলবার দুপুরে ডিসিসি নির্বাচন বিষয়ে শেরে বাংলা নগর নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, “নির্বাচন নিয়ে আইনগত কোনো জটিলতা নেই। ঢাকা সিটি নির্বাচন একটা বড় নির্বাচন। এখানে ভোটার সংখ্যা অনেক। তাই প্রার্থীদের প্রচার প্রচারণার সময় প্রয়োজন। সামনে রোজা। মানুষ রোজা রাখবে। সবকিছু বিবেচনা করে নির্বাচন করা হবে।”

তিনি বলেন, “একটা নির্বাচন করতে হলে ৪০-৪৫ দিন সময় লাগে। সে সময় আমাদের হাতে নেই। আর এ অল্প সময়ের মধ্যে নির্বাচন করাও ঠিক হবে না।”

রকিব উদ্দীন বলেন, “তাই আমরা ভাবছি রমজানের পর থেকে কুরবানির ঈদ- এর মাঝামাঝি নির্বাচন হবে।

চারটি নির্বাচনের ফলাফল দেখে ডিসিসি নির্বাচন করবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এগুলো ভাবা ঠিক হবে না। কারণ স্থানীয় সরকার নির্বাচন করার ক্ষেত্রে আন্তরিক। কিন্তু আমরা সময়ের অভাবে রমজানের আগে নির্বাচনটা করতে পারছি না।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top