সকল মেনু

ব্রহ্মপুত্রের ভাঙ্গন রক্ষার দাবীতে মানববন্ধন

unnamed ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: মঙ্গলবার কুড়িগ্রামের চিলমারীতে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির উদ্যোগে ব্রহ্মপুত্রের ভাঙ্গন থেকে ঐতিহ্যবাহী জোড়গাছ বাজার রক্ষা ও একনেকে পাশকৃত ডানতীর রক্ষা প্রকল্পের বাকী অংশের কাজ সমাপ্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জোড়গাছ পুরাতন বাজার এলাকায় ১ কিঃমিঃ ব্যাপী  ব্রহ্মপুত্র তীরে অনুষ্ঠিত মানব বন্ধনে ভাঙন কবলীত কয়েক হাজার নারী-পুরুষ অংশ গ্রহণ করে।
এসময় বক্তব্য রাখেন গণকমিটির প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ, সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম বিদ্যুৎ, বীরমুক্তিযোদ্ধা শামছুল হক, বাবু প্রমুখ।
বক্তাগণ বলেন- ইতোমধ্যে ব্রহ্মপুত্রের ভাঙ্গনে ঐতিহাসিক চিলমারী নদীবন্দরসহ চিলমারীর  দুই-তৃতীয়াংশ এলাকা বিলীন হয়ে গিয়েছে। সরকার সাড়ে তিন  কি.মি. এলাকার ভাঙ্গন প্রতিরোধে ডান তীর প্রতিরক্ষা প্রকল্প নামে  একনেকে বাজেট পাশ করলেও মাত্র দেড় কি.মি. এলাকার কাজ বাস্তবায়িত হয়েছে। ভাঙন কবলীত বিষ্ণু চন্দ্র, ওবায়দুল, ভারতী রাণীসহ অনেকে জানান,আমরা কয়েকবার নদী ভাঙনে বসত ভিটা হারিয়েছি। এবারের শেষ আশ্রয় টুকু ভেঙে গেলে আমরা আশ্রয়হীন হয়ে পড়ব। তাই তারা ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা প্রকল্পের বাকী অংশের কাজ অতি শীঘ্রই বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের নিকট জোরদাবী জানিয়েছে।
মানববন্ধন শেষে পানি সম্পদ মন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লার নিকট স্মারক লিপি হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top